এবার মেসির দেশের ফুটবলার খেলবে ঢাকার মাঠে। পেশাদার লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, নিকোলাস দেলমন্তে নামের এক আর্জেন্টিনাইন ফুটবলার কে দলে ভিড়িয়েছে তারা। সরাসরি স্প্যানিশ লীগ থেকে তাকে নিয়ে এসেছে বসুন্ধরা। লিওনেল মেসির পাশে যে যুবককে দেখতে পাচ্ছেন সে কিন্তু একজন আর্জেন্টাইন ফুটবলার।লম্বা সময় ধরে খেলছেন স্প্যানিশ লিগে।
ফুটবলের আগামী মৌসুম থেকে এই আলবিসেলেস্তে ডিফেন্ডারের ঠিকানা ঢাকার মাঠ। তাকে বাংলাদেশে নিয়ে এসেছে বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। লাল সবুজের দেশে আসার আগ থেকেই তার ধারণা ছিল মেসি, ম্যারাডোনা কে বাংলার মানুষ কতটা ভালোবাসে।
“নিকোলাস দেলমন্তে বলেন এখানে আসতে পেরে আমি খুবই খুশি। আমি আগে থেকেই জানতাম মেসি-ম্যারাডোনা এখানে খুবই জনপ্রিয়, বাংলাদেশকে আমার মনে হয় সেকেন্ড হোম। বাংলাদেশের মানুষের ভালোবাসা দেখে অভিভূত। ৩০বছর বয়সী সেন্টার ব্যাক বলেন বাংলাদেশের দূরত্ব আর্জেন্টিনা থেকে অনেক বেশি , কিন্তু এদেশের বহু মানুষ আমার দেশকে ফলো করে এটা সত্যিই আনন্দের।”
তার সৌভাগ্য হয়নি আর্জেন্টিনার জার্সিটা গায়ে দিয়ে জাতীয় দলে খেলার। তবে এদেশে এসে ফুটবলভক্তদের যে ভালোবাসা পেয়েছেন তাওবা কজনের ভাগ্যে জোটে।
